আন্তর্জাতিকযুক্তরাষ্ট্র
ক্ষমতা হস্তান্তরে রাজি হলেও পরাজয় মানছেন না ট্রাম্প

অবশেষে ক্ষমতা হস্তান্তর করতে রাজি হয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি এখনও পরাজয় স্বীকার করেনেনি। আইনি লড়াই অব্যাহত রাখবেন তিনি। মঙ্গলবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, নির্বাচনে জয়ী জো বাইডেনের কাছে ক্ষমতা হস্তান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরুর বিষয়ে অবশেষে সম্মত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরুর বিষয়টিকে স্বাগত জানিয়েছে বাইডেন টিম।
যুক্তরাষ্ট্রে ক্ষমতা হস্তান্তরের বিষয়টি দেখভাল করে ফেডারেল এজেন্সি জেনারেল সার্ভিস অ্যাডমিনিস্ট্রেশন (জিএসএ)।জিএসএ জানিয়েছে, তারা ডেমোক্রেটিক পার্টির জো বাইডেনকেই জয়ী হিসেবে স্বীকার করছে।