বিশ্ববাংলা
আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় আব্দুল গফুর নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন।
জানা যায়, বাসা থেকে বেড়িয়ে রেস্তোরাঁয় যাচ্ছিলেন আব্দুল গফুর। হঠাৎ একটি গাড়ি পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি। আব্দুল গফুরের বাড়ি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের কালিশিড়ি গ্রামে।
তিনি গত ৩০ বছর যাবত দুবাইতে ব্যবসা করছিলেন। আগামী কিছুদিনের মধ্যে ছুটিতে দেশে আসার কথা ছিল তার। আব্দুল গফুরের বাবার নাম হাজি আব্দুল খালেক মিয়া। মৃত্যুর সংবাদ পেয়ে তার পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।