সেই সাধারণ ছেলের সঙ্গেই রাজকুমারীর বিয়ে

জাপানের ক্রাউন প্রিন্স ফুমিহিতো তাঁর কন্যার বিয়ে এক সাধারণ ছেলের সঙ্গেই মেনে নিয়েছেন। সোমবার স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, রাজপরিবারের বাইরে কাউকে বিয়ের মধ্য দিয়ে রাজকুমারী তকমা হারাতে যাচ্ছেন মাকো। তিনি আর রাজকুমারীর মর্যাদা পাবেন না।
জাপানের রাজপরিবার আইন ১৯৪৭ অনুসারে, রাজকন্যারা সাধারণ ব্যক্তিকে বিয়ে করলে রাজপরিবার ছাড়তে হয়। জাপানের আইন অনুযায়ী, রাজপরিবারের নারী সদস্যরা সাধারণ কোনো মানুষকে বিয়ে করলে রাজকীয় উপাধি ত্যাগ করতে হয়।
এরআগে, ক্রাউন প্রিন্স ফুমিহিতোর মেয়ে রাজকুমারী মাকোর বাগদান হয়েছিল বিশ্ববিদ্যালয় পড়ুয়া প্রেমিক কেই কোমুরোর সঙ্গে। ২০১৮ সালে বাগদান হলেও আর্থিক জটিলটায় আর বিয়ে করা হয়নি তাঁদের। তখন ক্রাউন প্রিন্স রাজি না থাকলেও অবশেষে দীর্ঘদিন পর সেই বিয়েতে রাজি হয়েছেন তিনি।