বিশ্ববাংলা
যুক্তরাষ্ট্রের যেকোনো কমিউনিটি কলেজে ভর্তির সুযোগ

যুক্তরাষ্ট্রে ‘কমিউনিটি কলেজ ইনিশিয়েটিভ’ এর আওতায় বাংলাদেশি শিক্ষার্থীরা দেশটির যেকোনো কমিউনিটি কলেজে ভর্তি হতে পারবেন।
যুক্তরাষ্ট্রে অবস্থিত বাংলাদেশ দূতাবাস জানায়, এ কর্মসূচীর অধীনে এইচএসসি সমমান পাশকৃত শিক্ষার্থীরা আগামী ২০২১-২০২২ শিক্ষাবর্ষে যুক্তরাষ্ট্রব্যাপী কমিউনিটি কলেজগুলোয় ভর্তি হতে পারবেন।
তারা ফলিত প্রকৌশল, কৃষি, ব্যাবসা ব্যাবস্থাপনা, প্রশাসন, প্রারম্ভিক শিশু শিক্ষা, তথ্যপ্রযুক্তি, গণমাধ্যম, জননিরাপত্তা, পর্যটন ও আতিথেয়তা ইত্যাদি বিষয়ে ভর্তির জন্য আগামী ৭ জানুয়ারীর মধ্যে আবেদন করতে পারবেন। প্রত্যেক শিক্ষার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।
দ্বৈত নাগরিক হওয়া চলবে না। বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে এবং পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ২০২৩ সালের ফেব্রুয়ারী মাস পর্যন্ত থাকতে হবে। সেইসাথে ইংরেজী ভাষায় বলা ও লেখার দক্ষতা থাকতে হবে।