বিশ্ববাংলা
অস্ট্রেলিয়ায় প্রধানমন্ত্রী পদক পেলেন বাংলাদেশি নাগরিক

সামাজিক কাজে বিশেষ অবদান রাখায়, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সম্মাননা পেয়েছেন, রাশেদ শ্রাবন। এই প্রথম কোনো বাংলাদেশি নাগরিক, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী পদক পেলেন।
অস্ট্রেলিয়ার কমিউনিটি ওয়ার্কার হিসেবে কাজের স্বীকৃতিস্বরূপ, এই সম্মাননা পেয়েছেন তিনি। সামাজিক কাজে অবদান রাখার জন্য, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন রাশেদ শ্রাবনসহ ১৬ জনকে এই সম্মাননা দেন।
প্রধানমন্ত্রী স্কট মরিসন রাশেদ শ্রাবনকে সম্মাননা দিয়ে একটি চিঠি দিয়েছেন, যাতে দক্ষিণ এশিয়ার দেশগুলোর বিভিন্ন সামাজিক কাজের প্রশংসা করেছেন তিনি। রাশেদ শ্রাবন একজন সাংবাদিক। পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে জড়িত আছেন তিনি।
রাশেদের বাড়ি বাংলাদেশের নোয়াখালীতে। সামাজিক কাজে অবদান রাখায়, ২০১৮ সালে অস্ট্রেলিয়ার সিটিজেন অব দ্য ইয়ার অর্জন করেন তিনি।