বিশ্ববাংলা
ইতালিতে ভ্রাম্যমাণ কনস্যুলার সেবা

ইতালিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে, দেশটির রাজধানী থেকে দূরবর্তী বিভিন্ন অঞ্চলে ভ্রাম্যমাণ কনস্যুলার সেবা দেয়া হচ্ছে।
গত বৃহস্পতিবার রোম থেকে দূতাবাস তাদের ফেসবুক পেজে, ফ্লোরেন্স অঞ্চলের প্রবাসীদের কিছু সংখ্যক এনরোলমেন্ট আইডি প্রকাশ কোরে, বাংলাদেশ পাসপোর্ট অধিদপ্তরের ওয়েবসাইটের মাধ্যমে, তাদের পাসপোর্টের অগ্রগতি জানার অনুরোধ জানায়।
এর আগে গত মঙ্গলবার দূতাবাস ইতালির নেপলস অঞ্চলের প্রবাসীদের এনরোলমেন্ট আইডি প্রকাশ করে। কিছুদিন আগে দূতাবাসের প্রতিনিধি দল এসব অঞ্চলে অবস্থান কোরে, ভ্রাম্যমান কনস্যুলার সেবা দিয়েছিলো।
তখন যেসব প্রবাসী ডিজিটাল পাসপোর্ট সংক্রান্ত সেবা নিয়েছিলেন, তাদেরকে দেয়া রশিদ অনুযায়ী গত বৃহস্পতিবার, এসব এনরোলমেন্ট আইডি প্রকাশ করা হয়েছে।