বিশ্ববাংলা
নিউইয়র্কে ৩ ঘন্টার ব্যাবধানে বাবা ও ছেলের মৃত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একই দিনে বাংলাদেশি এক বাবা ও তার ছেলে মারা গেছেন।
জানা যায়, গত শনিবার নিউইয়র্কের স্থানীয় একটি হাসপাতালে মাত্র ৩ ঘন্টার ব্যাবধানে মারা যান তারা। তাদের প্রকৌশলী খায়রুজ্জামান ও আবুল বাশার পান্না। তাদের দেশের বাড়ি বাংলাদেশের চট্টগ্রাম জেলার সন্দ্বীপে। তারা দীর্ঘদিন ধরে নিউইয়র্কের ব্রুকলিনে বসবাস করে আসছিলেন।
সম্প্রতি তারা অসুস্থ বোধ করলে তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা তাদের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি আবিস্কার করেন। এরপর চিকিৎসা সেবা দেয়াকালীন তাদের শারীরিক অবস্থার কোনো উন্নতি না হলে পিতা-পুত্র দুজন একসাথেই একই দিনে মারা যান।
তাদের মৃত্যূতে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। যুক্তরাষ্ট্রে গত ১ মাসে এ নিয়ে ১২ জন বাংলাদেশশি মারা গেলেন।