বিশ্ববাংলা
সৌদিগামী বিমানের ফ্লাইট বাতিল

সৌদি আরবগামী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সকল ফ্লাইট আজ সোমবার থেকে এক সপ্তাহের জন্য বাতিল করা হয়েছে। করোনা সংক্রমণ প্রতিরোধে, সৌদি আরবে ফ্লাইট চলাচলের উপর নিষেধাজ্ঞার পর, এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দেয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে সৌদি আরবের জেদ্দা, রিয়াদ ও দাম্মামগামী, সব ফ্লাইট এক সপ্তাহের জন্য বাতিল ঘোষণা করা হয়েছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্যে করোনাভাইরাসের নতুন সংক্রমণ ছড়িয়ে পড়ায়, সৌদিআরব রোববার সবধরনের আন্তর্জাতিক ফ্লাইট সাময়িকভাবে বন্ধের সিদ্ধান্ত নেয়।
এদিকে, বাংলাদেশ বিমানের বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, ফ্লাইট পুনরায় চালুর সময় বাতিল হওয়া ফ্লাইটের যাত্রীদের অগ্রাধিকার ভিত্তিতে আসন বরাদ্দ করা হবে।