পাসপোর্ট নিয়ে দুশ্চিন্তায় মালয়েশিয়া প্রবাসীরা

মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিরা যথাসময়ে পাসপোর্ট পাওয়া নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন। গত বছর দালাল ও এজেন্টের মাধ্যমে প্রতারিত হয়ে বৈধতার সুযোগ হারিয়েছেন অনেকেই। বেশ কয়েকজনের পাসপোর্টও হারিয়ে গেছে।
এ বছর ভেন্ডর বা এজেন্ট নিয়োগ না দিয়ে মালিকের মাধ্যমে বৈধতার সুযোগ দেয়ায় প্রতারণার আশংকা না করলেও সময়মতো পাসপোর্ট হাতে না পেয়ে বৈধতার সুযোগ হাতছাড়া হওয়ার আশংকা করছেন বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিরা।
এ ব্যাপারে জানতে চাইলে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন জানায়, সিএমসিও এবং এসওপি মেনে প্রতিদিন ১ হাজার ৩০০ পাসপোর্ট ডেলিভারী এবং প্রায় দেড় হাজার নতুন পাসপোর্টের আবেদন গ্রহণ করছেন তারা।
এছাড়া পাসপোর্ট সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধান দিতেও কাজ করে যাচ্ছে দূতাবাসের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। সর্বোচ্চ সংখ্যক প্রবাসী যাতে রিক্যালিব্রেশন প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারেন, সেজন্য নিরলসভাবে কাজ করছে দূতাবাস।