অন্যান্য
লন্ডন ফেরত যাত্রীদের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক

লন্ডন থেকে আসা যাত্রীদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার মন্ত্রীসভার নিয়মিত বৈঠকে এ নির্দেশনা দেন তিনি।
এসময় মহাসড়কের স্থানে অবৈধ স্থাপনা নির্মাণ করলে দুই বছরের জেল ও সর্বোচ্চ ৫ লাখ টাকা জরিমানার বিধান রেখে মহাসড়ক আইন-২০২০ এর খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।
এছাড়া অনিয়ম করলে হজ এজেন্সিকে ৫০ লাখ টাকা ও ওমরাহ এজেন্সিকে ১৫ লাখ টাকা জরিমানার বিধান রেখে হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন-২০২০ এর খসড়ায়ও নীতিগত অনুমোদন দেয়া হয় বৈঠকে।
প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে সভায় যুক্ত হন। সভা শেষে ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।