বিশ্ববাংলা
স্পেনে ভ্যাকসিন নিলেন প্রথম বাংলাদেশি ‘মীম’

স্পেনের বার্সেলোনায়, ফারিহা আক্তার মীম নামে প্রথম বাংলাদেশি করোনা ভ্যাকসিন গ্রহন করেছেন। ভ্যাকসিন নেয়ার পর, সামান্য ব্যথা ছাড়া অন্য কোন পার্শ্ব প্রতিক্রিয়া অনুভব করেননি মিম।
তিনি, ২০০৮ সাল থেকে পরিবারের সাথে স্পেনের পর্যটন শহর বার্সেলোনায় বসবাস করছেন। পৈত্রিক সূত্রে বাংলাদেশের মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বাসিন্দা মিম। তার বাবার নাম আব্দুল কাদির এবং মায়ের নাম জেসমিন বেগম।
তিনি বার্সেলোনার ইন্সটিটিউট মিকেল তারাদেইয়ে পড়াশোনার পাশাপাশি সেবিকা হিসেবে খন্ডকালীন চাকুরী করছেন, হসপিটাল রেসিড্যান্সিয়া এল মিলেনারিতে।
বার্সেলোনায় বসবাসরত প্রত্যেক বাংলাদেশি যেন খুব তাড়াতাড়ি এ প্রতিষেধকটি নিতে পারেন সে প্রত্যাশা করেছেন তিনি।