fbpx
বিশ্ববাংলা

বিনামূল্যে টিকা পাবেন কাতার প্রবাসীরা

মধ্যপ্রাচ্যের দেশ কাতারে শুরু হয়েছে করোনার টিকা প্রয়োগ। সম্পূর্ণ বিনা পয়সায় করোনা টিকা গ্রহণ করতে পারবেন স্থানীয় নাগরিকসহ কাতার প্রবাসীরা। কাতারে মোট সাতটি কেন্দ্রে বুধবার থেকে করোনার টিকা দেয়া শুরু হয়েছে।

কাতারের স্থানীয় নাগরিক ও বিদেশিদেরকে বিনামূল্যে এই টিকা দেওয়া হচ্ছে। তালিকা অনুসারে সেল ফোনে কল করা হচ্ছে অগ্রাধিকার প্রাপ্ত ব্যক্তিদের। বুধবার প্রথম টিকা নিয়েছেন কাতার বিশ্ববিদ্যালয়ের সাবেক পরিচালক ড. আব্দুল্লাহ আল খোবায়ছি।

কাতারে ফাইজার ও বায়োএনটেকের করোনাভাইরাসের টিকার প্রথম দুইটি চালান আসে গত সোমবার ও বুধবার মধ্য রাতে। কাতার স্বাস্থ্য কর্তৃপক্ষের নির্দেশনা অনুসারে প্রথম পর্যায়ে অগ্রাধিকার পাচ্ছেন প্রবীণ ব্যক্তি যাদের বয়স ৭০ বা তার চেয়ে বেশি এবং দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত অসুস্থরা। পাশাপাশি স্বাস্থ্যখাতে কর্মরত কর্মীরাও থাকছেন অগ্রাধিকারের তালিকায়।

কাতারের হামাদ মিডিক্যাল কর্তৃপক্ষ জানিয়েছে এইটিকা সকলের জন্য নিশ্চিত করা হবে, আগামী সপ্তাহ থেকে জনসাধারণ কে এইটিকা দেয়া শুরু করা যাব, তবে মাক্স ও সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচল করতে হবে সকলকে।

আকবর হোসেন, কাতার প্রতিনিধি

সংশ্লিষ্ট খবর

Back to top button