fbpx
বিনোদনঢালিউড

অনন্য মামুনের ‘মেকআপ’ সেন্সর বোর্ডে নিষিদ্ধ

সিনেমা ইন্ডাস্ট্রির মানুষদের বাজেভাবে উপস্থাপনের অভিযোগে আবারও বাধার মুখে পড়েছে অনন্য মামুন পরিচালিত সিনেমা মেকআপ’। মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে নিষিদ্ধ ঘোষণা করা হয় সিনেমাটি।

সেন্সর বোর্ডের সদস্য ও প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু বলেন, ‘মেকআপ’ একেবারে আমাদের ইন্ডাস্ট্রির বিরুদ্ধের একটা সিনেমা। এতে সিনেমার মানুষদের খুবই খারাপভাবে উপস্থাপন করা হয়েছে, যেটা কখনই কাম্য নয় এবং প্রদর্শনের অনুপযুক্ত।

তাই সেন্সর বোর্ডের সর্বসম্মতিক্রমে ‘মেকআপ’ নিষিদ্ধ করা হয়েছে। এখন নির্মাতা চাইলে আপিল বিভাগে পুনরায় আবেদন করতে পারবেন। তবে এ প্রসঙ্গে নির্মাতা অনন্য মামুন জানান, তিনি এখনো নিষিদ্ধ করার লিখিত নোটিশ হাতে পাননি। তবে এমন সিদ্ধান্তের কথা শুনেছেন।

এতে অভিনয় করেছেন তারিক আনাম খান, জিয়াউল রোশান ও নিপা আহমেদ রিয়েলি। এটি প্রযোজনা করেছে সেলেব্রিটি প্রোডাকশন। একই প্রতিষ্ঠানের ‘নবাব এল এল বি’ সিনেমাতে পুলিশকে অশ্লীলভাবে উপস্থাপনের অভিযোগে অনন্য মামুনকে কারাগারে যেতে হয়েছিল।

সংশ্লিষ্ট খবর

Back to top button