
সাতজন তরুণ চিত্রপরিচালকের নির্দেশনায় দেশের সাত জনপ্রিয় চিত্রনায়কদের মধ্যে মূর্ত হয়ে উঠবেন মহান মুক্তিযুদ্ধের সাত বীরশ্রেষ্ঠ।
১৯৭১ এর মহান স্বাধীনতা যুদ্ধে জীবন উৎসর্গ করে মাতৃভূমিকে স্বাধীনতা এনে দেয়া অকুতোভয় বীরশ্রেষ্ঠদের প্রতি শ্রদ্ধা জানাতেই এই উদ্যোগ নিয়ে নির্মাণ করা হচ্ছে বড় বাজেটের সিনেমা ‘রণযোদ্ধা’। তারকাবহুল এই চলচ্চিত্র বাংলাদেশের সর্বকালের সর্বোচ্চ বাজেট অতিক্রম করবে বলে ধারণা করছেন প্রযোজনা সংশ্লিষ্টরা।
সেলুলয়েডে মুর্ত করে তোলা হবে বীরশ্রেষ্ঠ মতিয়ুর রহমান, হামিদুর রহমান, মুন্সী আব্দুর রউফ, মহিউদ্দিন জাহাঙ্গীর, রুহুল আমিন, নুর মোহাম্মদ, মোস্তফা কামালদের বীরত্বের গল্প।
রাশিদ পলাশ, গৌতম কৈর, কামরুল রিফাত, রাইসুল ইসলাম অনিক সহ সাত তরুণ নির্মাতা মিলে তৈরি করছেন বিগ বাজেটের এই সিনেমা। চলচ্চিত্রে সাতজন চিত্রনায়কের সাথে বীরাঙ্গনা চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়িকা ববি।