fbpx
বিনোদনঢালিউড

চিত্রনায়ক ফারুক আইসিইউতে

সিঙ্গাপুরের একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন ঢাকাই চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা ও ঢাকা-১৭ আসনের সাংসদ আকবর হোসেন পাঠান দুলু (ফারুক)। শনিবার দুপুরে ফারুকের ভাতিজি অভিনয়শিল্পী আসমা পাঠান রুম্পা গণমাধ্যমকে এতথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘নিয়মিত চেকআপের জন্য চাচাকে সিঙ্গাপুর নেওয়া হয়েছিল। কিন্তু আজ সকালে তিনি চোখ খুলছিলেন না। তারপর তাঁকে আইসিইউতে নেয়া হয়েছে। তার সঙ্গে কাউকে দেখা করতে দেয়া হচ্ছে না। চাচার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন আসমা পাঠান রুম্পা।

এর আগে দীর্ঘদিন অসুস্থ ছিলেন আকবর হোসেন পাঠান দুলু (ফারুক)। সবশেষ তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন।

চিত্রনায়ক ফারুক ১৯৪৮ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন। ১৯৭১ সালে এইচ আকবর পরিচালিত ‘জলছবি’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে ঢাকাই সিনেমায় অভিষেক হয় তাঁর। এরপর তিনি পরিণত হন অন্যতম জনপ্রিয় নায়কে।

সংশ্লিষ্ট খবর

Back to top button