রমজানে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে রাখার নির্দেশ

রোজায় যাতে মানুষের কষ্ট না হয় এবং আসন্ন রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । সোমবার প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে যুক্ত হয়ে এ নির্দেশনা দেন।
সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব ড. খন্দকার আনোয়ারুল ইসলাম।
সচিব বলেন, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে আমদানি করা কিছু পণ্যের বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ড আমদানি শূল্ক ছাড় দিতে পারে।
নির্দেশনার বিষয়ে সচিব আরও বলেন,প্রধানমন্ত্রী বলেছেন, করোনার ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ আগামী ৮ এপ্রিল থেকে দেওয়া শুরু হবে। প্রথম ডোজ ৬ এপ্রিল শেষ হবে। ভ্যাকসিনের কোনো সংকট হবে না। দ্বিতীয় ডোজের কার্যক্রম চলতে চলতে বাকি ভ্যাকসিনও চলে আসবে।
আজকের বৈঠকে সবাই যাতে স্বাস্থ্যবিধি মেনে চলে এবং নিয়মিত মাস্ক পরে, সে বিষয়টি নিশ্চিত করতে সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। লকডাউনের বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, আগামী বৃহস্পতিবার এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।
বাংলাটিভি/শহীদ