fbpx
বাংলাদেশজনদুর্ভোগ

দেশে করোনায় আরও ৭৮ জনের মৃত্য, শনাক্ত ৩,০৩১

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা ১১ হাজার ২২৮ জন। ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছেন ৩ হাজার ৩১ জন। তাদের নিয়ে দেশে এখন পর্যন্ত মোট শনাক্ত ৭ লাখ ৫১ হাজার ৬৫৯ জন। নতুন করে ৫ হাজার ২৩৪ জনসহ এ পর্যন্ত মোট সুস্থ  ৬ লাখ ৬৬ হাজার ৯২৭ জন।

মঙ্গলবার (২৭ এপ্রিল) করোনা বিষয়ক নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানায়।

গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ২৪ হাজার ৫০টি। নমুনা পরীক্ষা হয়েছে ২৪ হাজার ২৩৭টি। নমুনা পরীক্ষায় করোনা শনাক্তের হার ১২ দশমিক ৫১ শতাংশ। আর এখন পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৯৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৮ দশমিক ৭৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৯ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৭৮ জনের মধ্যে পুরুষ ৪৫ জন এবং নারী ৩৩ জন। এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে পুরুষ মারা গেলেন আট হাজার ২২৬ জন এবং নারী তিন হাজার দুই জন।

মারা যাওয়া ৭৮ জনের মধ্যে বয়স বিবেচনায় ষাটোর্ধ্ব ৫৩ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৫ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে সাত জন, আর ৩১ থেকে ৪০ বছরের মধ্যে তিন জন।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button