fbpx
বাংলাদেশআইন-বিচার

চিকিৎসার বিষয়ে ইতিবাচক সিদ্ধান্তের আশ্বাস আইনমন্ত্রীর

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্যে বিদেশে নিতে পরিবারের আবেদন পর্যালোচনার পর দ্রুত সময়ে মতামত দিয়ে ফাইল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

বিকেলে তার গুলশানের বাসায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। আইনমন্ত্রী জানান, খালেদা জিয়া বিদেশ যেতে পারবেন না সাজা স্থগিতের এই শর্ত শিথিল করা যায় কিনা, তা পর্যালোচনা করতে হবে।

তবে ‘সময় শেষ হয়ে যাওয়ায় আজ আর সে প্রক্রিয়া সম্পন্ন হবে না বলেও জানান তিনি। আইন মন্ত্রণালয়ে খালেদার পরিবারের আবেদনের বিষয়ে দাপ্তরিক কাজ শেষে এর আগে মন্ত্রীর গুলশানের ব্যক্তিগত কার্যালয়ে নথি নিয়ে যান আইন সচিব গোলাম সারওয়ার।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button