fbpx
বাংলাদেশপ্রধানমন্ত্রী

ধৈর্য্য নিয়ে করোনা সংকট মোকাবেলা করতে হবে: প্রধানমন্ত্রী

করোনার সংক্রমণ এড়াতে, ঈদ উপলক্ষ্যে ছোটাছুটি না করে, যে যেখানে আছেন সেখানেই থাকার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন সংস্থার অবকাঠামো ও জলযানের উদ্বোধন করে তিনি এসব কথা বলেন। এছাড়া, অতিরিক্ত যাত্রী নিয়ে নৌযান চলাচল বন্ধেরও নির্দেশ দেন শেখ হাসিনা।

সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন সংস্থার অবকাঠামো ও জলযানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসময় জনগণকে ধৈর্য্য নিয়ে করোনা সংকট মোকাবিলার আহ্বান জানান তিনি।  সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি, ঈদ উপলক্ষে এক জায়গা থেকে অন্যস্থানে যাতায়াত না করার পরামর্শ দেন প্রধানমন্ত্রী।

ঝুঁকি নিয়ে অতিরিক্ত যাত্রী বহনের কারণেই নৌ-দুর্ঘটনা ঘটছে উল্লেখ করে, সবাইকে সচেতন হওয়া আহবান জানান সরকারপ্রধান। এসময় নৌযান সংশ্লিষ্টদেরকে যাত্রীদের সুরক্ষার বিষয়ে আরও সজাগ থাকতে নির্দেশ দেন তিনি।

প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের মানুষের আর্থিক ও সামাজিক কর্মকাণ্ড যাতে নির্বিঘ্ন থাকে, সেজন্য সরকার কাজ করে যাচ্ছে।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button