fbpx
বাংলাদেশদেশবাংলা

আজও ঘরমুখো মানুষের জনস্রোত

ঈদুল ফিতরের পরদিনও শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড় লক্ষ করা যাচ্ছে। শনিবার ভোর থেকে ঘাটে শুরু হয় জনস্রোত; যা অব্যাহত রয়েছে। যাত্রীদের ঠাসাঠাসি করে ফেরিতে উঠতে এবং হুড়োহুড়ি করে ফেরি থেকে নামতে দেখা গেছে। তবে প্রশাসনের তেমন কোনও তাৎপরতা দেখা যায়নি বাংলাবাজার ফেরিঘাটে।

পরিবহন সংকট থাকলেও নানা উপায়ে হাজারো মানুষের জনস্রোত অব্যাহত আছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button