
কাতালুনিয়ায় দীর্ঘ ক্যারিয়ারের পর গত মাসে বার্সেলোনা ছাড়েন মেসি। এরপর পিএসজির সঙ্গে দুই বছরের চুক্তি করেন আর্জেন্টাইন খুদে জাদুকর।
স্থায়ী আবাস পাওয়ার আগ পর্যন্ত হোটেলেই থাকছেন এলএম থার্টিন। এ জন্য তাকে গুনতে হচ্ছে মোটা অঙ্কের অর্থ।
অবশেষে ফ্রান্সের রাজধানীতে থাকার জায়গা খুঁজে পেয়েছেন আর্জেন্টাইন তারকা। বাড়িটির মাসিক ভাড়া কত জানেন?
স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার প্রতিবেদনে জানা গেছে, পরিবার নিয়ে বসবাসের জন্যে ইতোমধ্যেই প্যারিসে একটি বাড়ি খুঁজে পেয়েছেন মেসি। এটি প্যারিসের বিশেষ অঞ্চল নিউইলি-সুর-সাইনে অবস্থিত। এ জন্য প্রতি মাসে গুনতে হবে ২০ হাজার ইউরো। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২০ লাখ টাকা।
প্যারিস সেইন্ট জার্মেইতে যোগ দেয়ার পর তিনি পেয়েছেন নিজ দেশের অনেককে। দলটির কোচ হিসেবে আছেন মাউরিসিও পচেত্তিনো, মিডফিল্ডার অ্যাঞ্জেল ডি মারিয়া, লিয়ান্দ্রো প্যারাদেস, মাউরো ইকার্দিওরা। এবার তার প্রতিবেশী হবেন- অ্যাঞ্জেল ডি মারিয়া এবং লিয়েনড্রো প্যারেডেস। মেসিও তাই পিএসজিতে নিজেকে সুখী ভাবতেই পারেন।
বাংলাটিভি/সাকিব