fbpx
দেশবাংলাজনদুর্ভোগদুর্ঘটনা

ভৈরবে ঘন ঘন ট্রেন লাইনচ্যুতের কারণে দিন দিন বাড়ছে যাত্রী ভোগান্তি

ভৈরবে ঘন ঘন ট্রেন লাইনচ্যুতের কারণে দিন দিন বাড়ছে যাত্রী ভোগান্তি। গত এক মাসে তিনবার ট্রেন লাইন চ্যুতের ঘটনা ঘটেছে।একবার লাইন চ্যুতের ঘটনায় কমপক্ষে ৬-৮ ঘন্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। এতে যাত্রী ভোগান্তি চরমে পৌঁছায়। আর বারাবার একই ঘটনা ঘটতে থাকলে যেকোন সময় ঘটতে পারে,বড় ধরণের দূঘর্টনা। এদিকে,কর্তৃপক্ষ বলছে,শতভাগ নিশ্চিত হয়ে রেল পরিচালনা করার পরও বারবার এমন দূর্ঘটনা ঘটছে।

ঢাকা থেকে ভৈরব হয়ে চট্টগ্রাম-সিলেট-নোয়াখালী ও ভৈরব-কিশোরগঞ্জ-ময়মনসিংহ রেলপথে ২৮ জোড়া আন্তঃনগর, মেইল ও মালবাহী ৫ জোড়া ট্রেন পরিচালিত হয়। করোনার কারণে দীর্ঘদিন রেল চলাচল বন্ধ থাকলেও গত ১১ই আগস্ট সীমিত পরিসরে এবং ১৯ শে আগস্ট থেকে সকল রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

তবে স্বাভাবিক হওয়ার পর গত এক মাসে ভৈরব বাজার ষ্টেশন এলাকায় একের পর এক ট্রেন লাইনচ্যুতের ঘটনায় আতঙ্কিত যাত্রীরা। রেল কর্তৃপক্ষকে আরো সতর্ক হওয়ার পরামর্শ তাদের।

বিভিন্ন ত্রুটির কারণে বগি বা চাকা লাইনচ্যুত হলেও দুর্ঘটনার পর তদন্ত কমিটির মাধ্যমে সমস্যা চি‎হ্নিত করে সমাধান করা হয় বলে জানান রেলের সংশ্লিষ্ট কর্মকর্তা।  ট্রেন লাইনচ্যুতি নিয়ন্ত্রণে আনার মধ্য দিয়ে মানুষের চলাচলের জনপ্রিয় মাধ্যম রেলপথকে  নিরাপদ করা হবে এমনটাই সকলের প্রত্যাশা।

ডেস্ক রিপোর্ট/ বাংলা টিভি/ এস

সংশ্লিষ্ট খবর

Back to top button