fbpx
বাংলাদেশশিক্ষা

ফুল ও চকলেট দিয়ে শিক্ষার্থীদের বরণ করল ঢাকা বিশ্ববিদ্যালয়

করোনায় প্রায় দেড় বছর বন্ধ থাকার পর আজ থেকে খুলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো। এ উপলক্ষে সকালে শিক্ষার্থীদের ফুল ও চকলেট দিয়ে বরণ করে নেয় হল কর্তৃপক্ষ।

এসময় হলগুলো পরিদর্শনে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের টিকার আওতায় আনা হবে। এছাড়া যারা এনআইডির জন্য টিকা নিতে পারছে না তাদের এনআইডি প্রাপ্তির জন্য ক্যাম্পাসে বুধ তৈরি করার উদ্যোগ নেয়া হয়েছে। অন্তত এক ডোজ টিকা নেওয়ার প্রমাণপত্র ও বিশ্ববিদ্যালয়ের বৈধ পরিচয়পত্র থাকা সাপেক্ষে স্নাতক চতুর্থ বর্ষ ও স্নাতকোত্তরের শিক্ষার্থীরা হলে প্রবেশের সুযোগ পাচ্ছে।

বাংলাটিভি/ সাকিব

 

সংশ্লিষ্ট খবর

Back to top button