fbpx
বাংলাদেশশিক্ষা

দেড় বছর পর খুলেছে চবির হল

করোনা মহামারিতে দীর্ঘ দেড় বছর বন্ধ ছিলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আবাসিক হল। আজ সোমবার থেকে খুলে দেওয়া হয়েছে চবির হল গুলো। আজ সকাল ১০টা থেকে শিক্ষার্থীরা নিজ নিজ হলে প্রবেশ করতে পারবেন।

এরই মধ্যে হল সংস্কারসহ যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শুধু আবাসিক এবং অনুমতি পাওয়া শিক্ষার্থীরা নিজ নিজ হলে প্রবেশ করতে পারবেন। তবে এজন্য তাঁদের হলের পরিচয়পত্র এবং এক ডোজ করোনার টিকা নেওয়ার প্রমাণ দেখাতে হবে।

এদিকে, দীর্ঘদিন পর হলে ফেরা শিক্ষার্থীদের বরণ করতে বিশেষ আয়োজন করা হয়েছে। এ ছাড়া সবাইকে স্বাস্থ্যবিধি মানার নির্দেশনাও দেওয়া হবে বলে জানানো হয়েছে।

বাংলাটিভি/ সাকিব

সংশ্লিষ্ট খবর

Back to top button