fbpx
বাংলাদেশ

মুন্সিগঞ্জে নির্বাচনী সহিংসতা: গুলিবিদ্ধ ৫, নিহত ১

মুন্সিগঞ্জ সদরের চরকেওয়ার ইউনিয়নে নৌকার সমর্থকদের ওপর বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার (২১ নভেম্বর) রাত ৮টা থেকে ১০টার মধ্যে ইউনিয়নের খাসকান্দি ও ছোট মোল্লাকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, গতকাল রোববার রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত ইউনিয়নের খাসকান্দি ও ছোট মোল্লাকান্দি এলাকায় এই সহিংসতার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, এ সময় নৌকা প্রতীকের সমর্থকদের ওপর স্বতন্ত্র প্রার্থীর (আওয়ামী লীগের বিদ্রোহী) সমর্থকরা হামলা, গুলি চালায়। পাশাপাশি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।

‘আতঙ্কে’ মৃত্যুবরণকারী আব্দুল হক (৪৫) ওই এলাকারই বাসিন্দা এবং মঞ্জিল হকের ছেলে। গুলিবিদ্ধ পাঁচজনের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে। এবং দুজনকে মুন্সীগঞ্জ সদর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা সবাই নৌকার সমর্থক বলে জানা গেছে।

বাংলাটিভি/ সাকিব

সংশ্লিষ্ট খবর

Back to top button