fbpx
বাংলাদেশ

সুনামগঞ্জে সড়ক দূর্ঘটনায় দুই ভাইসহ নিহত তিন

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় দাঁড়িয়ে থাকা ট্রাকে মাইক্রোবাসের ধাক্কায় দুই ভাইসহ তিনজন নিহত হয়েছে। উপজেলার ডাবর-সীচনী এলাকায় গতকাল রোববার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো—জেলার জগন্নাথপুর উপজেলার মোল্লারগাঁও গ্রামের কাজল চন্দের দুই ছেলে কনক চন্দ (৯) ও উজ্জল চন্দ (১২) এবং একই গ্রামের পুতুল দাসের ছেলে খোকন দাস।

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের দায়িত্বরত সহকারী উপপরিদর্শক (এএসআই) শফিক নিহতের তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানিয়েছে, গতকাল রোববার রাতে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার (সাবেক দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা) ডাবর-সীচনী নামক স্থানে একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় অপর দিক থেকে আসা একটি মাইক্রোবাস ওই ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসে থাকা কয়েকজন যাত্রী গুরুতর আহত হয়। পরে আহত ব্যক্তিদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।

বাংলাটিভি/ সাকিব

সংশ্লিষ্ট খবর

Back to top button