fbpx
বাংলাদেশ

দেশে করোনায় আরও চারজনের মৃত্যু

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার পাঁচজনে। আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

দেশে নতুন করে ২৭৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ৭৭ হাজার ৭২০ জন করোনায় আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ৩২৬ জন। এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ৪২ হাজার ৬০০ জন করোনা থেকে সুস্থ হলো।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৮৪৮টি ল্যাবে ১৯ হাজার ২৩৭টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা সংগ্রহ করা হয় ১৯ হাজার ২২১টি। করোনা শনাক্তের হার এক দশমিক ৪৪ শতাংশ। এই পর্যন্ত গড় শনাক্তের হার ১৪ দশমিক ৩৪ শতাংশ।

বাংলাটিভি/ সাকিব

সংশ্লিষ্ট খবর

Back to top button