fbpx
বাংলাদেশ

র‌্যাব নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান দুঃখজনক ও অগ্রহণযোগ্য: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

র‍্যাবের সাবেক ও বর্তমান কর্মকর্তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপে কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘিত হয়েছে, বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

সকালে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের উদ্যোগে করা ‘মা ও শিশু’ সংকলনের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে যুক্তরাষ্ট্রকে কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সরকার।

তথ্যমন্ত্রী বলেন, যেভাবে র‍্যাবের সাবেক ও বর্তমান কর্মকর্তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের রাজস্ব বিভাগ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে সেটি অনভিপ্রেত, দুঃখজনক এবং অগ্রহণযোগ্য। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের বন্ধুপ্রতিম রাষ্ট্র ও উন্নয়ন সহযোগী। কিছু এনজিও এবং ব্যক্তি বিশেষের দেয়া বিভ্রান্তিকর তথ্য এই নিষেধাজ্ঞার কারণ হতে পারে, বলে আশঙ্কা করেন ড. হাছান মাহমুদ।

বাংলাটিভি/ সাকিব

সংশ্লিষ্ট খবর

Back to top button