fbpx
ক্রিকেটখেলাধুলা

বাংলাদেশের আঘাত সামলে নিউজিল্যান্ডের রান বন্যা

দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন শেষে বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ২৫৮ রান।

আজ বে ওভালে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। নিউজিল্যান্ডের কন্ডিশনে শুরুটা দারুণ হয়েছিল বাংলাদেশের। টস জিতে মুমিনুল হকের বোলিং নেওয়ার যথার্থতা ফুটে উঠে ইনিংসের চতুর্থ ওভারেই। টম ল্যাথামকে ফিরিয়ে আনন্দের মুহূর্ত এনে দেন শরিফুল ইসলাম। স্বাগতিকদের চেপে ধরার ভালো সুযোগ তৈরি হয়ে যায় তাতে।

ল্যাথাম ফেরানোর পাশাপাশি শুরুর দিকে নিয়ন্ত্রিত বোলিং দিয়ে দাপট দেখায় বাংলাদেশ। প্রথম ৮ ওভারে স্রেফ দুই রান দেয় বাংলাদেশ। তা ছাড়া প্রথম ঘণ্টাতেও মাত্র ১৫ রান দেয় বাংলাদেশ।

তবে শুরুর ধাক্কার পর নিউজিল্যান্ডকে স্বস্তি এনে দেন ডেভন কনওয়ে। বছরের প্রথম সেঞ্চুরিতে বাংলাদেশের বোলারদের হতাশ করেছেন প্রায় তিনটি সেশন।

দ্বিতীয় উইকেটে ১৩৮ রানের জুটি গড়েন ডেভন কনওয়ে ও উইল ইয়ং। ৪৮.৩ তম ওভারে ইয়ংয়ের রান আউটে ভাঙে ওই জুটি। ১৩৫ বলে ৫২ রানের ইনিংস খেলে ফিরে যান ইয়ং।

ইয়ংয়ের বিদায়ের পর আরেকটি বড় জুটি গড়ার চেষ্টা করে নিউজিল্যান্ড। সে লক্ষ্যেই এগিয়ে যান দুই ব্যাটার, ডেভন কনওয়ে ও রস টেইলর। তার মধ্যেই সেঞ্চুরি তুলে নেন কনওয়ে। প্রতিরোধ গড়ার চেষ্টা করেন টেইলরও। ৩১ রানে টেইলরকে ফিরিয়ে নিজের দ্বিতীয় উইকেট তুলে নেন শরিফুল

টেইলরের পর ভয়ংকর হয়ে ওঠা কনওয়ের প্রতিরোধ ভাঙেন মুমিনুল হক। মুমিনুলের বলে লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন কনওয়ে। ফেরার আগে ২২৭ বলে খেলেন ১২২ রানের ইনিংস। তাঁর ইনিংসটি সাজানো ছিল ১৬টি বাউন্ডারি ও এক ছক্কায়। কনওয়ের বিদায়ের পর দিনের বাকি অংশ হেনরি নিকোলসের ব্যাটে পার করে দেয় নিউজিল্যান্ড।

দিনের শেষে ইবাদতের বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন টম ব্লান্ডেল। আর অপর প্রান্তে ৩২ রান করে অপরাজিত থাকেন হেনরি নিকোলস।

বাংলাদেশের হয়ে শরিফুল ইসলাম ২টি, ইবাদত হোসেন ১টি ও মুমিনুল হক ১টি উইকেট দখল করেন।

বাংলাটিভি/ রাপ্পি

সংশ্লিষ্ট খবর

Back to top button