fbpx
আন্তর্জাতিকএশিয়া

আজ থেকে কঠোর বিধিনিষেধ শুরু পশ্চিমবঙ্গে

আজ থেকে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সব স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ হচ্ছে। এ ছাড়া আগামী ১৩ দিন জিম, সুইমিং পুল, বিউটি সেলুন, স্পা-ও বন্ধ থাকছে। সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

কোভিড মোকাবিলায় গতকাল রোববারই কড়া বিধিনিষেধ জারির ঘোষণা করে পশ্চিমবঙ্গ রাজ্যসরকার। সে বিধিনিষেধ কার্যকর হচ্ছে আজ থেকে। এ বিধিনিষেধ জারি থাকবে আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত। আর, এ সময়কালে রাজ্যে ফের বন্ধ থাকবে সেলুন, স্পা, বিউটি পার্লার ইত্যাদি।

এর আগে করোনার সংক্রমণে যখন প্রথম বার পশ্চিমবঙ্গে লকডাউন জারি করা হয়েছিল, সে সময়ও দীর্ঘদিন বন্ধ থেকেছিল স্পা, বিউটি পার্লার ও সেলুন। এরপর করোনার সংক্রমণ কিছুটা কমলে ধাপে ধাপে খুলেছিল সেগুলো। তা ছাড়া আজ থেকে পশ্চিমবঙ্গের সব স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ হচ্ছে। শিক্ষা কার্যক্রম আবারও অনলাইনে ফিরছে। তবে, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারীরা কর্মক্ষেত্রে যেতে পারবেন। যদিও এ উপস্থিতির হার ৫০ শতাংশের বেশি হতে পারবে না।

একইভাবে সরকারি ও বেসরকারি অফিসের ক্ষেত্রেও দিনে সর্বাধিক ৫০ শতাংশ কর্মীকে অফিসে ডাকা যাবে।

বাংলাটিভি/ সাকিব

সংশ্লিষ্ট খবর

Back to top button