fbpx
বাংলাদেশ

উত্তরাঞ্চলে বাড়ছে শীতের তীব্রতা

পৌষের মাঝামাঝি ঘন কুয়াশা আর সূর্যের লুকোচুরি খেলায় উত্তরের জেলাগুলোতে চোখ রাঙাচ্ছে শীতের তীব্রতা। সঙ্গে আছে কনকনে বাতাস; যা জনজীবনে ভোগান্তির মাত্রা আরো বাড়িয়ে তুলেছে।

প্রচন্ড শীতের কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে নিম্নবিত্ত ও খেটে খাওয়া মানুষের স্বাভাবিক জনজীবন। শীতের প্রকোপে অসহায় হয়ে দিনাতিপাত করছে ছিন্নমূল মানুষেরা।

গত ২৪ ঘণ্টায় তীব্র শীতের কারণে ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্টসহ শীতজনিত রোগের প্রকোপ বাড়ছে।

পঞ্চগড়: দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে গত কয়েকদিন ধরেই তীব্র শীত অনুভূত হচ্ছে। অব্যাহত এই শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। রাত থেকে সকাল অবধি কুয়াশাচ্ছন্ন থাকে পুরো জেলা।

গত কয়েকদিন ধরে পঞ্চগড়ে ৮ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা উঠানামা করছে। রোববার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ডে করা ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

দিনাজপুর: দিনাজপুরে সকালে তাপমাত্রা ছিলো ১২.৭ ডিগ্রী সেলসিয়াস। ঘন কুয়াশা, তীব্র শীত আর ঠাণ্ডা থেকে রক্ষায় আগুন জ্বালানোসহ নানা উপায় খুঁজছেন নিম্ন আয়ের মানুষ।

ঘন কুয়াশা ও হিমেল বাতাসে জনজীবন অনেকটা স্থবির হয়ে পড়েছে। দুর্ভোগে রয়েছে খেটে খাওয়া মানুষ। হাড় কাঁপানো শীতের প্রকোপ থেকে বাঁচতে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন তারা। অনেকেই ছুটছেন ফুটপাতে গরম কাপড়ের খোঁজে। যানবাহনগুলোকে সকালের দিকেও হেডলাইট জ্বালিয়ে সাবধানে চলাচল করতে হচ্ছে।

বাংলাদেশ/ সাকিব

সংশ্লিষ্ট খবর

Back to top button