fbpx
বাংলাদেশঅপরাধ

রাজধানীর তুরাগে অগ্নিকান্ডে দগ্ধ তিন জনের মৃত্যু

রাজধানীর তুরাগ থানার চণ্ডালভোগ এলাকার একটি বাসায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ঘটা অগ্নিকাণ্ডে দগ্ধ তিন জনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার ভোর ৪টা ২৪ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা ফরিদা ইয়াসমিন গণমাধ্যমকে এ তথ্য জানান।

ফরিদা ইয়াসমিন বলেন, একটি টিনশেডের ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আজ ভোর ৫টার দিকে ফায়ার স্টেশনের তিনটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। এর মধ্যে ওই ঘরে থাকা তিন জনের লাশ উদ্ধার করা হয়। নিহতরা হলো—মো. জাহাঙ্গীর (১৯), রুমা আক্তার (১৭) ও আফরিন (১৪)।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, উত্তরার মানিক বস্তি খালপাড়ে সরকারি খাসজমিতে নির্মিত সুরুজ মিয়ার টিনশেডের ঘরে এ অগ্নিকাণ্ড ঘটে। দুই কক্ষবিশিষ্ট একটি টিনশেড ঘর আগুনে পুড়ে যায়।

ফরিদা ইয়াসমিন বলেন, ‘তিন জন ছাড়া আর কোনো আহতের খবর আমরা পাইনি। নিহত তিন জনের মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

বাংলাটিভি/ সাকিব

সংশ্লিষ্ট খবর

Back to top button