fbpx
রাজনীতিআওয়ামী লীগ

নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনেই তৈমুরকে বহিষ্কার করেছে বিএনপি: তথ্যমন্ত্রী

নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনেই তৈমুর আলম খন্দকারকে বিএনপি বহিষ্কার করেছে, বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

দুপুরে সচিবালয়ে টেলিভিশন অ্যান্ড ডিজিটাল প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় শেষে, এ মন্তব্য করেন তিনি। এসময় তথ্যমন্ত্রী বলেন, বিএনপি অনুধাবন করতে পেরেছে যে নারায়ণগঞ্জের নির্বাচনে তৈমূর আলম খন্দকারের বিজয়ের কোনো সম্ভাবনা নেই, এজন্য আগেই তাকে পদ থেকে অব্যাহতি দিয়ে পরাজয়ের গ্লানি থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করছে বিএনপি।  জনগণ যে সরকারের সাথে আছে, সেটি নির্বাচন আসলেই বিএনপি টের পাবে।

বাংলাটিভি/ সাকিব

সংশ্লিষ্ট খবর

Back to top button