fbpx
বাংলাদেশ

করোনার সংক্রমণ প্রতিরোধে দ্রুতই নির্দেশনা আসছে : স্বাস্থ্যমন্ত্রী

করোনার সংক্রমণ যেভাবে বাড়ছে তা আশঙ্কাজনক, একে ঠেকাতে সবাইকে একসাথে কাজ করতে হবে, পরিস্থিতি বেশি খারাপ হলে প্রয়োজনের লকডাউনের পরিকল্পনা আছে বলে উল্লেখ করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব আলী নূরের বিদায় ও নতুন সচিব সাইফুল হাসান বাদলের যোগদান অনুষ্ঠানে, সাংবাদিকদের একথা জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে এখনও লকডাউনের মতো পরিস্থিতি তৈরি হয়নি, তবে যদি সংক্রমণ অনেক বেড়ে যায়, সেক্ষেত্রে লকডাউনের পরিকল্পনা আছে।  জাহিদ মালেক আরও বলেন, করোনার নতুন ভেরিয়েন্ট ওমিক্রন সংক্রমণ যেভাবে বাড়ছে সেটি উদ্বেগের বিষয়।  তাই সংক্রমণরোধে ভ্যাকসিন কার্ড নিয়ে রেস্টুরেন্টে যেতে হবে। স্কুলগুলোও সর্বোচ্চ স্বাস্থ্যবিধি মেনে চলবে। এছাড়া যানবাহনে চলাচলে মাস্ক বাধ্যতামূলকসহ এবং অর্ধেক আসনে যাত্রী ফাঁকা রাখারও প্রস্তাব রাখা হয়েছে বলেও জানান তিনি। স্বাস্থ্যবিধি নিশ্চিতে সারাদেশের স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দেয়া হয়েছে উল্লেখ করে জাহিদ মালেক জানান, আগামী ৭ দিনের মধ্যে বিভিন্ন বিধি-নিষেধ কার্যকরের নির্দেশনা দেয়া হবে।

বাংলাটিভি/ সাকিব

সংশ্লিষ্ট খবর

Back to top button