নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকা মার্কার মেয়র প্রার্থী ডাক্তার সেলিনা হায়াৎ আইভী ও স্বতন্ত্র মেয়র প্রার্থী এডভোকেট তৈমূর আলম খন্দকার আজও বিভিন্ন এলাকায় প্রচার-প্রচারণা চালিয়েছেন।
এ সময় তৈমূর আলম ভোটারদের কাছে ভোট প্রার্থনা কোরে,একটি সবুজ শ্যামল নারায়ণগঞ্জ গড়ার প্রতিশ্রুতি দেন।
অপরদিকে,নৌকা মার্কার মেয়র প্রার্থী ডাক্তার সেলিনা হায়াৎ আইভী,সিদ্ধিরগঞ্জের ১নম্বর ওয়ার্ডের বিভিন্ন পাড়া মহল্লায় গণসংযোগ করে লিফলেট বিতরন করেন।
প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ করাসহ শিশু বান্ধব উন্নয়নের প্রতিশ্রুতি দেন। আগামী ১৬ জানুয়ারী ২৭টি ওয়ার্ডে ৫ লক্ষ ১৭ হাজার ৩শ ৫৭ জন ভোটার ইভিএমএ ভোট দেবেন।
বাংলাটিভি/ রাপ্পি