পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ কালে নোয়াখালীর সোনাইমুড়ীতে ভোটকেন্দ্র থেকে রবিন হোসেন (২৮) নামে এক যুবককে অস্ত্রসহ আটক করেছে পুলিশ।
বুধবার (৫ জানুয়ারি) দুপুর ১২টার দিকে ১নং চাষীরহাট ওয়ার্ড রথী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি এক নলা বন্দুক উদ্ধার করা হয়েছে।
আটক রবিন সোনাইমুড়ী পৌরসভার বানুয়াই এলাকার মোহাম্মদ হানিফের ছেলে।
পুলিশ জানায়, আজ বেলা সাড়ে ১১টার দিকে ওই কেন্দ্রের দক্ষিণ দিকে সন্দেহভাজন মোটরসাইকেল আরোহী রবিনকে তল্লাশি করছিল পুলিশ। এ সময় রবিন মোটরসাইকেল নিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে তাঁকে আটক করে। এ সময় রবিনের দেহ তল্লাশি করে একটি শপিং ব্যাগের ভেতর থেকে দেশীয় বন্দুক উদ্ধার করা হয়।
এদিকে, সকাল ১০টার দিকে উপজেলার আমিশাপাড়া ইউনিয়নে বাচারগাঁ ভোটকেন্দ্রের পশ্চিম পাশের একটি ঝোপ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় এলজি উদ্ধার করেছে পুলিশ।
অন্যদিকে, উপজেলার দেওটি ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী (মোটরসাইকেল প্রতীক) দিদার হোসেনের ওপর কয়েকজন দৃর্বৃত্ত হামলা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম তথ্যগুলো নিশ্চিত করেছেন।
বাংলাটিভি/ রাপ্পি