fbpx
বাংলাদেশনির্বাচন

সিটি নির্বাচনের প্রচার-প্রচারণায় সরগরম নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচার-প্রচারণা চলছে জোরেসোরেই। কর্মী-সমর্থকদের নিয়ে বিরামহীন গণসংযোগে ব্যস্ত মেয়র পদে প্রতিদ্বন্দী প্রধান দুই প্রার্থী। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সেলিনা হায়াৎ আইভি বলছেন, শামীম ওসমানের সাথে নেতৃত্বে প্রতিযোগিতা থাকলেও দলের তৃণমূল তার সাথেই রয়েছে। অপরদিকে, স্বতন্ত্রপ্রার্থী তৈমূর আলম খন্দকারের দাবি, সরকারি দলে বিভাজন থাকায় অন্যান্যদের নেতাকর্মীরা রয়েছেন তার পাশে।

আগামী ১৬ জানুয়ারী নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের প্রচার-প্রচারনায় সরগরম গোটা নির্বাচনী এলাকা। ভোটারদের মনজয় করতে দিনভর নগরীর বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ করছেন মেয়র পদে লড়া প্রধান দুই প্রার্থী।

কর্মী সমর্থকদের নিয়ে নগরীর ১১ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেন আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভি।  এসময় তিনি বলেন,  নারায়ণগঞ্জে নেতৃত্ব নিয়ে বিভাজন থাকালেও ‍দলের তৃণমূল রয়েছে তার সাথেই রয়েছে।

তৈ

অপরদিকে, সিটি কর্পোরেশনের ২৬নম্বর ওয়ার্ডে গণসংযোগকালে স্বতন্ত্র প্রার্থী এডভোকেট তৈমুর আলম খন্দকার সরকারি দলের কর্মীদের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লংঘনের অভিযোগ করেন।

এছাড়া ওয়ার্ডে ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থীরা বিরামহীন প্রচারনায় ব্যস্ত। নিজ এলাকার আনাচে-কানাচে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছে ভোট চাইছেন তারাও।

হাসান মজুমদার বাবলু/বাংলাটিভি,/ নারায়নগঞ্জ/ এস

সংশ্লিষ্ট খবর

Back to top button