এক বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫৬৮৯ জন: নিসচা
২০২১ সালে সারা দেশে সড়ক,নৌ ও রেলপথে ৪ হাজার ৯৮৩টি সড়ক দুর্ঘটনায় ৫ হাজার ৬৮৯ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন ৫ হাজার ৮০৫ জন।
নিরাপদ সড়ক চাই (নিসচা) এর পরিসংখ্যান এসব তথ্য উঠে এসেছে। আজ শনিবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে নিরাপদ সড়ক চাইয়ের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন এ পরিসংখ্যান তুলে ধরেন। প্রতিবেদনে বিগত দুই বছরের তুলনায় ২০২১ সালে সড়ক দুর্ঘটনা বেড়েছে বলে উল্লেখ করা হয়।
নিসচার প্রতিবেদন বলছে,২০২১ সালটিও ছিল করোনা মহামারির বছর। প্রায় ৬ মাস জরুরি যানবাহন ছাড়া অন্যান্য যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ ছিল। যে কারণে সড়ক দুর্ঘটনা আরও কম হওয়া উচিত ছিল। কিন্তু সেই ধারণা সম্পূর্ণ ভুল প্রমাণিত হচ্ছে গেল বছর সংঘটিত সড়ক দুর্ঘটনার পরিসংখ্যানে।
সড়কে দুর্ঘটনা ও মৃত্যুর হিসাব তুলে ধরে বলা হয়,২০২১ সালে সারা দেশে সড়ক,নৌ ও রেলপথে ৪ হাজার ৯৮৩টি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন পাঁচ হাজার ৬৮৯ জন। এ ছাড়া আহত হয়েছেন পাঁচ হাজার ৮০৫ জন। নিহতদের মধ্যে পুরুষ চার হাজার ৫০৭ জন এবং এক হাজার ১৮২ নারী। আহতদের মধ্যে পুরুষ চার হাজার ৫৩১ ও নারী এক হাজার ২৭৪ জন।
বাংলাটিভি/ সাকিব