fbpx
বাংলাদেশজনদুর্ভোগসরকার

করোনার কারণে একুশে বইমেলা ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু

করোনা পরিস্থিতির কারণে অমর একুশে বইমেলা ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু করার সিদ্ধান্ত হয়েছে। রবিবার (১৬ জানুয়ারি) সকালে এ কথা জানিয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।

মেলার আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা বলেন, এখনও আমরা অফিসিয়াল চিঠি হাতে পাইনি। তবে দুই সপ্তাহ পিছিয়ে ১৫ ফেব্রুয়ারি থেকে মেলা শুরু করার সিদ্ধান্ত হয়েছে বলে শুনেছি। অফিসিয়াল চিঠি হাতে পাওয়ার পর এ বিষয়ে সবাইকে আমাদের বক্তব্য জানাব।

আমাদের মেলা আয়োজনের প্রস্তুতি চলমান রাখতে বলা হয়েছে। আমরা সেভাবে প্রস্তুতি এগিয়ে নিচ্ছি।প্রাদুর্ভাবের কারণে গত বছরও একুশে বইমেলা নির্ধারিত সময়ে শুরু হয়নি। ওই সময় আয়োজন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। প্রথমে বইমেলা ভার্চুয়াল বা অনলাইনে করার পরিকল্পনা জানানো হয়। পরে বিধিনিষেধের মাঝে ১৮ মার্চ শুরু হয় মেলা।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button