fbpx
বাংলাদেশ

যুক্তরাষ্ট্র ও কানাডার বিভিন্ন অঞ্চলে তুষারপাত, জরুরি অবস্থা জারি

KSRM

শীতকালীন ঝড় থেকে সৃষ্ট ভারী তুষারপাত ও বরফের কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলের লাখো বাসিন্দা। বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে এসব অঞ্চল।

এরই মধ্যে ভার্জিনিয়া, জর্জিয়া এবং উত্তর ও দক্ষিণ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। এছাড়া তুষারপাতের ফলে দেশটিতে দক্ষিণ-পূর্বাঞ্চলের কয়েকটি অঙ্গরাজ্যে বাতিল করা হয়েছে দুই হাজারেরও বেশি ফ্লাইট। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, আগামী দুই দিনে দেশটির পূর্বাঞ্চলের এক-তৃতীয়াংশের বেশি এলাকায় আঘাত হানবে এ শীতকালীন ঝড়। আশঙ্কা করা হচ্ছে ঝড়ের ফলে এসব এলাকায় এক ফুটের বেশি তুষারপাত হতে পারে। এবং সেখানকার রাস্তাঘাট ও অবকাঠামোগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে বলে সতর্কতা জারি হয়েছে। এছাড়া কানাডার অন্টারিও প্রদেশে ঝড়ের সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া অফিস।

বাংলাটিভি/ সাকিব

সংশ্লিষ্ট খবর

Back to top button