fbpx
বাংলাদেশ

শাহজালাল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের বিক্ষোভ

উদ্ভুত পরিস্থিতির কারণে, অনির্দিষ্টকালের বন্ধ ঘোষণা করা হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয়া হলে, তারা ক্যাম্পাসে বিক্ষোভ করেছে।

সকাল থেকে পাঁচটি আবাসিক হল থেকে মিছিলসহ ক্যাম্পাসের গোল চত্বরে অবস্থান নিয়ে দফায় দফায় বিক্ষোভ করে তারা।

ক্যাম্পাস ও আবাসিক হল বন্ধের সিদ্ধান্ত পুনর্বিবেচনার পাশাপাশি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগ দাবি জানান শিক্ষার্থীরা।

দাবি আদায় না হওয়া ক্যাম্পাস না ছাড়তে অনড় আন্দোলনরত শিক্ষার্থীরা। এ অবস্থায় ক্যাম্পাসের নিরাপত্তায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর হামলা ও সংঘর্ষের ঘটনায় গণিত বিভাগের অধ্যাপক ড. রাশেদ তালুকদারকে কমিটির প্রধান করে ৮ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button