fbpx
রাজনীতি

নবনির্বাচিত মেয়র আইভীকে তৈমূরের সমর্থন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে পরাজিত স্বতন্ত্র  মেয়র প্রার্থী তৈমূর আলম খন্দকারের সঙ্গে দেখা করেছেন বিজয়ী মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী।

বিকেলে দলীয় নেতাকর্মীদের নিয়ে শহরের মাসদাইর এলাকায় তৈমূরের বাসভবনে মিষ্টি নিয়ে যান,বিজয়ী মেয়র আইভী।এসময় মেয়র আইভী, তৈমূরকে মিষ্টি খাইয়ে দোয়া চান এবং  পারস্পারিক সহযোগিতা নিয়ে আগামিতে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।মেয়র আইভীর পাশে থেকে সহযোগিতার আশ্বাস দেন তৈমুর আলম খন্দকার।

এসময় আইভী বলেন, রাজনীতির জায়গায় রাজনীতি, পারিবারিক সম্পর্কের জায়গায় পারিবারিক সম্পর্ক। একটি অন্যটিকে প্রভাবান্বিত করবেনা। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নিয়ে যেসব পরিকল্পনা ছিল তৈমুরের সে বিষয়ে তার সঙ্গে আলোচনা করবেন। করণীয় ঠিক করবেন। শুধু সমালোচনার জন্য সমালোচনা না করে ভালো কাজে সকলের সহযোগিতা চান আইভী। তবে শামীম ওসমানের বাসভবনে যাবেন কিনা এ প্রশ্নের কোন উত্তর দেননি মেয়র আইভী।

তিনি বলেন, যাদের কথা বললেন, সবাইকে নিয়ে তো কাজ করা সম্ভব না। যে কাজগুলো বাকি সেগুলো করব। আমি শহরের মানুষদের নিয়েই এগিয়ে যাবো। আমি কখনো দলমত দেখিনি। কে ভোট দিলো, কে দিলো না—তাও আমি কখনো দেখিনি।

এ সময় তৈমুর বলেন, আইভীর কাজে তার সমর্থন থাকবে।

উল্লেখ্য, রবিবার (১৬ জানুয়ারি) নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আইভী এক লাখ ৫৯ হাজার ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলম পান ৯২ হাজার ভোট।

বাংলাটিভি/রাপ্পি

সংশ্লিষ্ট খবর

Back to top button