fbpx
বাংলাদেশআইন-বিচার

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় বিচারকাজ ফের ভার্চুয়ালি হবে: প্রধান বিচারপতি

করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ বেড়ে যাওয়ায় সব বিচারকাজ ফের ভার্চুয়ালি হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

মঙ্গলবার (১৮ই জানুয়ারি) সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ বসার পর তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, যেভাবে করোনার সংক্রমণ বেড়ে যাচ্ছে, তাতে ভার্চুয়ালিই যেতে হবে। হাইকোর্ট বিভাগের ১৩ জন বিচারপতি করোনায় আক্রান্ত। এছাড়া সুপ্রিম কোর্টের অনেক স্টাফ, সেই সাথে নিম্ন আদালতের অনেক বিচারকও করোনায় আক্রান্ত।

এ অবস্থায় সশরীরে আদালত পরিচালনা কঠিন হয়ে পড়বে বলে জানান প্রধান বিচারপতি। অ্যাটর্নি জেনারেল ও এডিশনাল অ্যাটর্নি জেনারেলসহ বেশ কয়েকজন করোনায় আক্রান্ত বলেও জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত দেবনাথ।

বাংলাটিভি/ সাকিব

সংশ্লিষ্ট খবর

Back to top button