fbpx
বাংলাদেশপ্রধানমন্ত্রী

মাঠ প্রশাসনে হয়রানিমুক্ত জনসেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

সরকারি সেবা নিতে এসে সাধারণ জনগণ যাতে কোনরকম হয়রানির শিকার না হয়, সে বিষয়ে মাঠ প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাইকে সজাগ থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ‘জেলা প্রশাসক সম্মেলন ২০২২’’এর উদ্বোধনকালে তিনি বলেন, সুশাসন নিশ্চিতে ও দুর্নীতি প্রতিরোধে মাঠ প্রশাসনকে আরও সচেষ্টভাবে কাজ করতে হবে। এসময় করোনা মোকাবেলায় সবাইকে সতর্ক থাকার আহবান জানান প্রধানমন্ত্রী।

সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে, রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত তিন দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এসময় মাঠ প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, সরকারি সেবা নিতে এসে সাধারণ মানুষ যেন কোনোভাবেই হয়রানি শিকার না হয়, সে বিষয়ে সবাইকে বিশেষভাবে দৃষ্টি দিতে হবে।

এছাড়া দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তুলতে সরকারের অবস্থান তুলে ধরে শেখ হাসিনা আরও বলেন, শুদ্ধাচার বাস্তবায়নের পাশাপাশি দুর্নীতি প্রতিরোধেও সোচ্চার হতে হবে।সম্প্রতি ওমিক্রন ভ্যারিয়েন্টের প্রভাবে করোনা সংক্রমণ এবং মৃত্যুর সংখ্যা ক্রমেই বাড়ছে জানিয়ে, সবাইকে সচেতন থাকার আহ্বান জানান সরকারপ্রধান।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button