আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে ভূমিকম্পে ২৬ জনের প্রাণহানি
আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে ভূমিকম্পে অন্তত ২৬ জনের প্রাণহানি হয়েছে । মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ৩।
দেশটির পশ্চিমাঞ্চলের বাদগিস প্রদেশের মুখপাত্র বাজ মোহাম্মদ সারওয়ারি বলেন, ভূমিকম্পের সময় প্রদেশের ক্বাদিস জেলায় ভবনের ছাদ ধসে হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে পাঁচ নারী ও চার শিশু রয়েছে। আহত হয়েছে চারজন। ক্ষতি হয়েছে প্রদেশের মুক্বর জেলাতেও। তবে সেখানে ক্ষয়ক্ষতির পরিমাণ ও হতাহতের সংখ্যা সম্পর্কে তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
গত আগস্টে তালেবানের কাবুল দখলের পর থেকেই সংকটের মধ্যে দিন কাটছে আফগানদের। তালেবানের ‘দুর্নামের’ কারণে বন্ধ রয়েছে পশ্চিমা সহায়তা। জব্দ করা হয়েছে বিদেশে থাকা দেশটির সম্পদও। এতে আফগানিস্তানজুড়ে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। তীব্র খরায় চলছে খাবারের সংকট। খরায় সবচেয়ে বিপর্যস্ত এলাকাগুলোর মধ্যে রয়েছে ক্বাদিস জেলা।হিন্দুকুশ পর্বতমালা অঞ্চলে ভূমিকম্পের প্রবণতা বেশি।
বাংলাটিভি/শহীদ