fbpx
মানবসম্পদজনদুর্ভোগবাংলাদেশ

মালয়েশিয়ায় কর্মী প্রেরণে সিন্ডিকেট দৌরাত্ম বন্ধের দাবি

মালয়েশিয়ায় কর্মী প্রেরণের ক্ষেত্রে সিন্ডিকেটের দৌরাত্ম বন্ধের দাবিতে এবং মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে যাত্রীদের অস্বাভাবিক বিমানভাড়া বৃদ্ধির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে, সম্মিলিত সমন্বয় ফ্রন্ট বায়রা। এসব বিষয়ে সংশ্লিষ্ট কর্তপক্ষকে দ্রুত ব্যবস্থা গ্রহণের আহবান জানিয়েছেন সংগঠনটির নেতারা।

মালয়েশিয়ার সাথে বাংলাদেশে থেকে জনশক্তি রপ্তানীতে নতুন চুক্তি স্বাক্ষরিত হবার পরপরই, এবারো কর্মী পাঠানোকে কেন্দ্র করে বিভিন্ন সিন্ডিকেট সক্রিয় হওয়া খবর আসছে। দালালচক্রের হয়রানি বন্ধের দাবিতে সকালে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে, সম্মিলিত সমন্বয় ফ্রন্ট বায়রা।

এসময় বক্তারা বলেন, সিন্ডিকেট হবে না সরকারে এমন ঘোষণাতেও আস্থা রাখা সম্ভব হচ্ছে না। এসময় উপস্থিত বিভিন্ন রিক্রুটিং এজেন্সির মালিকরা বলেন, যেকোন মূল্যে এবার সিন্ডিকেটকে প্রতিহত করা হবে।

মালয়েশিয়ার শ্রমবাজারে শ্রমিক রপ্তানির ক্ষেত্রে অন্তত ২৫টি এজেন্সির মাধ্যমে একটি সিন্ডিকেট পুনরায় সক্রিয় বলে অভিযোগ করা হয় সংবাদ সম্মেলনে।এছাড়া, মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে আস্বাভাবিক বিমানভাড়া বৃদ্ধিরও প্রতিবাদ জানায়, বায়রার সম্মিলিত সমন্বয় ফ্রন্ট।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button