fbpx
বাংলাদেশজনদুর্ভোগস্বাস্থ্য

করোনার ঊর্ধ্বগতি লাগামহীন, স্বাস্থ্যবিধি মানায় উদাসীনতা

সংক্রমণ প্রতিরোধে বিভিন্ন নির্দেশনা দেয়া হলেও, জনমনে স্বাস্থ্যবিধি মানতে চরম উদাসীনতা রয়েছে। যার কারণে দেশে দ্রুতই বাড়ছে করোনার প্রকোপ। মাত্র কয়েকদিনের মধ্যেই সংক্রমণ শনাক্তের হার বেড়ে এখন ২০ শতাংশের উপরে। চলাফেরা-কেনাকাটাসহ সার্বিক জীবনযাত্রায় মাস্ক পরা কিংবা দুরত্ব মানার তোয়াক্কাই করেন না বেশিরভাগ মানুষ। বিশেষজ্ঞরা বলেছেন, স্বাস্থ্যবিধির এমন উপেক্ষা ডেকে আনতে পারে ভয়াবহ পরিস্থিতি। মানুষ নিজ দায়িত্বে সচেতন না হলে, কিছুই করার থাকবে না।

চলতি মাসে বিশ্বজুড়ে দাপট ছড়িয়ে, আবারও করোনা সংক্রমিত করছে নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন। দেশে দেশে আশংকাজনকভাবে বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যা। বাংলাদেশেও গত কয়েকদিনে করোনা শনাক্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বেড়েছে। বিভিন্ন উপসর্গ নিয়ে পরীক্ষা করা ব্যক্তিদের অন্তত ৫ জনের একজন কোভিড পজিটিভ শনাক্ত হচ্ছেন, যা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

এতকিছুর পরেও সাধারণ মানুষের মাঝে নেই, স্বাস্থ্যবিধি মেনে চলার সদিচ্ছাটুকু। রাস্তাঘাটসহ সর্বক্ষেত্রে মাস্ক পড়া বাধ্যতামূলক হলেও, এখনো চরম উদাসীন বেশিরভাগ মানুষ,

অন্যদিকে হাট-বাজারের চিত্র আরও বেশি ভয়াবহ। কেউ কোনরকম দুরত্ব মানার তোয়াক্কা না করেই ভীড় ঠেলে গাদাগাদি করেই কেনাকাটায় ব্যস্ত। করোনা সংক্রমণ নিয়ে একেবারেই ভাবলেশবিহীন চলাফেরা,জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দেশে ওমিক্রনের কমিউনিটি ট্রান্সমিশন শুরু হয়েছে। এই সময়ে মাস্ক পরে থাকা ছাড়া করোনার নিয়ন্ত্রণ কোনভাবেই সম্ভব নয়।

করোনা প্রতিরোধে সরকারি নির্দেশনা বাস্তবায়নে, জনসাধারণকে নিজ দায়িত্বে আরও সচেতনভাবে চলার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button