fbpx
খেলাধুলাক্রিকেটবাংলাদেশ

আইসিসি কমনওয়েলথ গেমস নারী বাছাইপর্বে মালয়েশিয়াকে ৮ উইকেটে হারিয়েছে বাংলাদেশ

আইসিসি কমনওয়েলথ গেমস-২০২২ এর নারী বাছাইপর্বে মালয়েশিয়ান নারী দলকে ৮ উইকেটে হারিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

কুয়ালালামপুরে মঙ্গলবার ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে নামে মালয়েশিয়া।ব্যাট করতে নেমে বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে একেবারেই সুবিধা করতে পারেনি স্বাগতিকরা। নির্ধারিত ২০ ওভার খেলে ৯ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে জমা করে ৪৯ রান। দলের পক্ষে দুই অঙ্কের রানের দেখা পেয়েছেন মাত্র দুইজন। উইনিফ্রেড দুরাইসিঙ্গাম ১২ ও মাস এলিসা ১১ রান করেন। বাংলাদেশের পক্ষে ২টি করে উইকেট শিকার করেন সুরাইয়া আজমিন ও রুমানা আহমেদ। রুমানা ৪ ওভারে খরচ করেছেন মাত্র ৪ রান।

৫০ রানের লক্ষ্য টপকাতে নেমে উদ্বোধনী জুটিতেই ৩৮ রান যোগ করে লাল-সবুজের প্রতিনিধিরা। ৪টি চার ও ১টি ছক্কায় ১৯ বলে ২৮ রানের ঝড়ো ইনিংস খেলেন শামিমা সুলতানা বিদায় নেন। তার খানিক পর সাজঘরে ফিরতে হয় আরেক ওপেনার মুর্শিদা খাতুনকেও, যিনি ১৬ বলে ১৪ রান করেন।পরে ৮ উইকেট ও ৭২ বল হাতে রেখেই জয় তুলে নেয় নিগার সুলতানার দল।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button