fbpx
খেলাধুলাক্রিকেটবাংলাদেশ

কেনিয়ার বিপক্ষে টাইগ্রেসদের বড় জয়

বাংলাদেশ নারী দল কমনওয়েলথ গেমস ক্রিকেটের বাছাইপর্বে কুয়ালালামপুরের কিনারা একাডেমি ওভালে কেনিয়াকে ৮০ রানে হারিয়ে জয় পেয়েছে বাংলাদেশ।

প্রথমে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১২৫ রান তুলে বাংলাদেশের মেয়েরা।ওপেনার মুরশিদা ২৬ করলেও আর কেউ দশের ঘরও ছুঁতে পারেননি।৫০ রান তুলতেই বাংলাদেশ ৫ উইকেট হারিয়ে বসে। পরে সালমা আর রিতু মনির জুটিতে সালমা ৩৩ রিতু ৩৯ রানের ইনিংস গড়ে।

জবাব দিতে নেমে হোঁচট খায় কেনিয়া। পাঁচ নম্বরে নামা শারুন জুমা ২৪ রান করে আর  কোনো ব্যাটার উইকেটে দাঁড়াতে পারেননি ৪৫ রানে গুটিয়ে যায় কেনিয়ার ইনিংস।এই জয়ের পর ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে বাংলাদেশের মেয়েরা।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button