fbpx
খেলাধুলাক্রিকেট

আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে সাকিব, মুশফিক, মোস্তাফিজ

২০২১ সালের বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে বাংলাদেশ থেকে সুযোগ পেয়েছেন শুধু মুস্তাফিজুর রহমান। এবার বর্ষসেরা ওয়ানডে দলেও সুযোগ পেলেন তিনি। তবে শুধু মুস্তাফিজই নয়, তাঁর সঙ্গে বর্ষসেরা ওয়ানডে একাদশে আছেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম।

আজ বৃহস্পতিবার দুপুরে ২০২১ সালের ওয়ানডের সেরা একাদশ ঘোষণা করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা-আইসিসি। যেখানে বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি তিন জন খেলোয়াড় সুযোগ পেয়েছেন। দুজন করে সুযোগ পেয়েছেন পাকিস্তানের, দক্ষিণ আফ্রিকার, আয়ারল্যান্ডের ও শ্রীলঙ্কার।

বাংলাটিভি/ সাকিব

সংশ্লিষ্ট খবর

Back to top button